করোনায় আক্রান্ত হয়ে মাধ্যমিকে ৭৬, প্রাথমিকে ৪৯ মৃত্যু
ঢাকা, ০৮ আগস্ট – করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ১২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন, প্রাথমিকের ৪৯ জন রয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন। শুধু জুলাই মাসে দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন, মারা গেছেন ৭ জন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জুলাই মাসে করোনায় মৃত সাতজন হলেন
ভোলার লালমোহন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, বরিশালের উজিরপুর আলহাজ বি এন খান ডিগ্রি কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক পান্না লাল সিংহ, একই উপজেলার হাজী তাহেল উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. সাদেকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক, ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন ও সিলেটের এমসি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবা আক্তার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও শিক্ষক-কর্মচারীদের মৃত্যুর সংখ্যা সত্যিই উদ্বেগজনক। এ কারণে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক অফিস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫১৩ জন ও মারা গেছেন ২১ জন। কুমিল্লায় আক্রান্ত ১১৪ জন, মৃত্যু ৬ জনের। বরিশালে আক্রান্ত ২৪৬, মৃত্যু ৬; ময়মনসিংহে আক্রান্ত ১১৭, মৃত্যু ৭; চট্টগ্রামে আক্রান্ত ৮৫, মৃত্যু ৫; রাজশাহীতে আক্রান্ত ৯৬, মৃত্যু ৮; সিলেটে আক্রান্ত ১৩১, মৃত্যু ২; রংপুরে আক্রান্ত ১৩৯, মৃত্যু ৭ এবং খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭১ জন, মারা গেছেন ১৩ জন।
৮ শিক্ষা ক্যাডারের মৃত্যু
করোনায় মৃত্যুবরণকারীর মধ্যে ৮ জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাও রয়েছেন। তাদের নাম যথাক্রমে মাদারীপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম, রাজধানীর সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের সামাদী, ভোলার লালমোহন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন ও সিলেটের এমসি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবা আক্তার।
প্রাথমিকে আক্রান্ত ১৫৫৭
সারাদেশের প্রাথমিক স্কুলে কর্মরত মোট ১ হাজার ৫৫৭ শিক্ষক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৬৩ জন সুস্থ হলেও ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিক্ষক ৪১, কর্মকর্তা ৫, কর্মচারী ২ জন ও একজন শিক্ষার্থী রয়েছেন। আর আক্রান্তের মধ্যে শিক্ষক ১ হাজার ২৩২, কর্মকর্তা ২০৫, কর্মচারী ৯০ ও ৩০ জন শিক্ষার্থী রয়েছেন। জানা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯, খুলনায় ১০, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, বরিশালে ৬, সিলেটে ১ ও রংপুরে ৪ জন, ময়মনসিংহে ২ জন করোনায় মারা গেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ আগস্ট ২০২১