জাতীয়

৪৮ হাজার রোহিঙ্গা মঙ্গলবার থেকে টিকা পাচ্ছে

কক্সবাজার , ০৮ আগস্ট – আগামী মঙ্গলবার (১০ আগস্ট) থেকে করোনার টিকা পাচ্ছে রোহিঙ্গারা। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে টিকা দেওয়া শুরু হবে। রবিবার (০৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দেশের মানুষের পাশাপাশি রোহিঙ্গাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১০ আগস্ট থেকে করোনার টিকা দেওয়া হবে রোহিঙ্গাদের। প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে।’

ডা. মাহাবুব আরও বলেন, ‘প্রথম দফায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার পাশাপাশি ক্যাম্পে যারা টিকাদান কার্যক্রমে জড়িত থাকবেন, তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এ জন্য রোহিঙ্গা মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ১৮ হাজার। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।’

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে টিকাদানের জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টিকাদানের জন্য চার-পাঁচ জনের সমন্বয়ে ১৮৬টি টিমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা বলেন, ‘আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী নিবন্ধিত প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গা আছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেওয়া হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৮ আগস্ট ২০২১

Back to top button