ঢাকা
রাজধানীতে জাল ডলার চক্রের ৬ সদস্য আটক
ঢাকা, ২৪ অক্টোবর- জাল টাকা ও ডলারসহ ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ।
শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জাল টাকা এবং ১১৩টি জাল ১০০ ডলার জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাল ভিসা তৈরি, সিদ্দিক বিশ্বাস আটক
তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট ও জাল ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সূত্র: যুগান্তর
এম এন / ২৪ অক্টোবর