ক্রিকেট

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন শরিফুল

ঢাকা, ০৭ আগস্ট – আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলামকে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

শুক্রবার তৃতীয় টি-টুয়েন্টিতে, অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে মিচেল মার্শকে আউট করার পর মাত্রাতিরিক্ত উদযাপন করেছিলেন শরিফুল। মুখের ভাষা ও অঙ্গভঙ্গির খেলোয়াড়সুলভ ছিল না।

আইসিসি আর্টিকেলের ২.৫ ধারা ভঙ্গ করেছেন শরিফুল। সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন বাংলাদেশ পেসার। আচরণবিধির এ ধারায় সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা, পাশাপাশি একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

সূত্র : চ্যানেল আই
এম এউ, ০৭ আগস্ট

Back to top button