বাংলাদেশ অপরিবর্তিত, অস্ট্রেলিয়া একাদশে দুই পরিবর্তন
ঢাকা, ০৭ আগস্ট – সিরিজ জয়ের মিশন সফল। এখন সামনে হোয়াইটওয়াশের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।
মিরপুরে প্রথম তিন ম্যাচের মতো আজও বাংলাদেশ একাদশ অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশে এসেছে দুটি পরিবর্তন।
অসি একাদশ থেকে বাদ পড়েছেন গত ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিস আর লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ঢুকেছেন অ্যান্ড্রু টাই আর সোয়েপসন।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডরমট, অ্যালেক্স কারে, মিচেল মার্শ, ময়েসেজ হেনড্রিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ডু টাই, সোয়েপসন, জশ হ্যাজলেউড।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ আগস্ট