এশিয়া

মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার

নেপিডো, ০৭ আগস্ট – মিয়ানমারে সামরিক জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে কয়েকশ’ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়াও কানি শহরে সামরিক বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা একটি মিলিশিয়া গ্রুপের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটে। এতে শরীরে নির্যাতনের চিহ্নসহ ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মিলিশিয়া গ্রুপটির এক সদস্য।

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জাগাইং-এর কানির পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত একটি সশস্ত্র গোষ্ঠী ও জাতিসংঘে মিয়ানমারের দূত এমন তথ্য জানিয়েছেন।

সু চি সরকারের নিযুক্ত জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোই তুন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেসকেও সম্প্রতি চিঠিতে এই তথ্য জানান। তিনি লিখেছেন, গত জুলাইতে তিনটি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

একে মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ উল্লেখ করে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কিয়াও বলেন, দেশটিতে সামরিক বাহিনীর নিষ্ঠুরতা, হত্যা, গ্রেপ্তার থামার কোন লক্ষণ নেই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর তার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে বক্তৃতা দেন কিয়াও। পরে সামরিক সরকার তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান ও রাষ্ট্রদূতের পদ ছাড়তে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত এই কূটনীতিক।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ০৭ আগস্ট

Back to top button