এবার আড়াই কোটিতে কেনা গাড়ি নিয়ে বিপাকে ধানুশ
হায়দ্রাবাদ, ০৬ আগস্ট – বিলাসবহুল গাড়ি কিনে জটিলতায় ভুগছেন তামিল সুপারস্টাররা। গেল মাসে তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে রোলস রয়েস গাড়ির প্রবেশ কর ছাড়ের আবেদন করায় লাখ রুপি জরিমানা করেছেন মাদ্রাজ হাইকোর্ট।
এবার এই গাড়িকাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন আরেক তামিল সুপারস্টার ধানুশ। ২০১৫ সালে প্রায় আড়াই কোটি টাকার রোলস রয়েস গাড়ি ইংল্যান্ড থেকে আমদানি করেছিলেন। তখন তিনি ৫০ শতাংশ প্রবেশ কর দিয়েছিলেন। গেল ৫ আগস্ট বাকি প্রবেশ কর ছাড়ের আবেদন করেন ধানুশের আইনজীবী।
ইকোনমিক্স টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, ধানুশের আইনজীবীর সে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। সেইসঙ্গে বাকি ৩০ লাখ ৩০ হাজার রুপি প্রবেশ কর ৪৮ ঘণ্টার (৯ আগস্ট) মধ্যে জমা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারপতি এস এম সুব্রামানিয়াম।
View this post on Instagram
তামিল চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা ধানুশ। কলিউডি সিনেমায় নিজের আসন পাকা করে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। মেগাস্টার রজনীকান্তের জামাতা তিনি। তবে, এই পরিচয় তাঁর ক্যারিয়ারের জন্য বিশেষ নয় মোটেই। নিজ গুণেই সফল তারকা ধানুশ। বিশ্বজুড়ে রয়েছে তাঁর ভক্ত-অনুরাগী।
এম এউ, ০৬ আগস্ট