জাতীয়

দেশে করোনায় মৃত‌্যু ২২ হাজার ছাড়ালো

ঢাকা, ০৬ আগস্ট – বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ১৫০ জন।

৫ আগস্ট সকাল ৮টা থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ৩৬ জন, বরিশাল বিভাগের ২০ জন, সিলেট বিভাগের ১৬ জন, রংপুর বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ৮ জন।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০৬ আগস্ট ২০২১

Back to top button