ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অস্ট্রেলিয়া একাদশে ‘৩’ পরিবর্তন

ঢাকা, ০৬ আগস্ট – অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিততে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে। টস শুরুতে সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও সেটি হয়েছে প্রায় দেড় ঘণ্টা পর ৭টায়। তাই ম্যাচও শুরু হচ্ছে দেরিতে। খেলা শুরু হবে সোয়া ৭টায়।

দুই টি-টোয়েন্টি জেতা বাংলাদেশ অবশ্য আজকের ম্যাচে কোনও পরিবর্তন আনেনি। তবে অস্ট্রেলিয়া পরিবর্তন এনেছে তিনটি। ম্যাকডারমট, ক্রিস্টিয়ান ফিরেছেন। অভিষেক হচ্ছে এলিসের। বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক, জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাইকে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়সেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

সূত্র : বাংলা ট্রিবিউন
এম এউ, ০৬ আগস্ট

Back to top button