মৌলভীবাজারে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
মৌলভীবাজার, ২৩ অক্টোবর- মৌলভীবাজারের কুলাউড়া থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গ্রেনেডটি উদ্ধার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: সমালোচনার মুখে এসএমপি কমিশনার বদলি
পুলিশ ও স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের নন্দনগর আকিলপুর এলাকায় বিকালে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, এটি স্বাধীনতার আগে মাটির গভীরে পুঁতে রাখা শক্তিশালী গ্রেনেড। এর গায়ে ১৯৬৯ সাল লেখা রয়েছে।
ওসি জানান, গ্রেনেডটি অব্যবহৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
আর/০৮:১৪/২৩ অক্টোবর