ফেনী

ফেনীতে একদিনে আরও ৬ মৃত্যু

ফেনী, ০৬ আগস্ট – ফেনী জেনারেল হাসপাতালে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গে ৪ জনসহ মোট ৬ জন মারা গেছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী।

তিনি জানান, গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩৭ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন পজিটিভ। বাকি ১০৩ জনের উপসর্গ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকেই অক্সিজেন সেবা দিতে হচ্ছে।

এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত একদিনে নতুন ১২৩ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট আট হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৬ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ আগস্ট

Back to top button