মধ্যপ্রাচ্য

ইরানে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরাইল: বেনি গান্টজ

জেরুজালেম, ০৬ আগস্ট – ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, তার দেশে ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত। একইসঙ্গে তিনি তেহরানকে ‘বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে গানতেজের কাছে জানতে চাওয়া হয়, ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যা’।

গানতেজ বলেন, ‘ইরান বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের সক্ষমতা উন্নয়ন করতে হবে।’

গত বৃহস্পতিবার আরব সাগরে ওমান উপকূলে ইসরায়েলি তেল ট্যাংকারে প্রাণঘাতী হামলার শিকার হয়। ওই হামলায় দুজন ক্রু নিহত হয়। এর পেছনে ইরান জড়িত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব দাবি করেছে, হামলার পেছনে ইরানের জড়িত থাকার ব্যাপারে প্রমাণ তারা মিত্রদের কাছে উপস্থাপন করেছে। ইসরায়েলের মতোই ইরানের দিকে অভিযোগের আঙ্গুল তাক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০৬ আগস্ট ২০২১

Back to top button