জানা-অজানা

কলা কেন বাঁকা হয়?

আমাদের সবার প্রিয় একটি ফল কলা। সকালের নাস্তায় কলা খায়নি এমন ব্যক্তি পাওয়া দুষ্কর। অথচ আপনি কি জানেন কলার আকৃতি কেনো বাঁকা?

বিজ্ঞানের দাবি, কলা সূর্যের দিকে বাড়ে বলেই এটার আকৃতি বাঁকা হয়।

আরও পড়ুন:   কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার

এছাড়া আপনি কী জানেন, লজ্জা পেলে টার্কির মুখে রক্তিম আভা দেখা দেয়!

আরো জানেন, প্রতিদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেড়েই চলেছে।

আর/০৮:১৪/২৩ অক্টোবর

Back to top button