নারীকে পাঁচ টুকরো করে হত্যা, দুই আসামি গ্রেফতার
নোয়াখালী, ২৩ অক্টোবর- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের বিধবা নূরজাহান বেগমকে (৫৮) হত্যার পর তার লাশ পাঁচ টুকরো করার ঘটনায় সরাসরি জড়িত পুলিশের দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন-মামলার ৬ নম্বর আসামি ওই গ্রামের মৃত মমিন উল্লার ছেলে মো. ইসমাইল (৩৫) এবং ৭ নম্বর আসামি একই গ্রামের মারফত উল্লার ছেলে মো. হামিদ (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার ভোরে জেলা ডিবি পুলিশের একটি দল জাহাজমারা গ্রামে অভিযান চালিয়ে মো. ইসমাইল ও হামিদকে গ্রেফতার করে। এ ঘটনায় সরাসরি জড়িত মামলায় এজাহারভুক্ত ৭ আসামির সবাইকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে হত্যাকাণ্ডের মুল পরিকল্পনাকারী নিহত নুরজাহানের ছেলে মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত হুমায়ুন কবির, তার বন্ধু নিরব, মামাতো বোনের স্বামী মিলাদ হোসেন সুমন ও নুরুল ইসলাম কসাইসহ ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অপর আসামি হুমায়ুনের মামাতে ভাই কালাম ওরফে মামুন জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবিবার তা শুনানি হবে।
চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক জাকির হোসেন জানান, আসামি ইসমাইল ও হামিদকে সন্ধ্যায় আদালতে হাজির করা হয় এবং একই সাথে তাদের জিজ্ঞাসাবাদে ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে প্রেরণ করেন এবং পরবর্তীতে রিমান্ড শুনানি করা হবে বলে নির্দেশ দেন।
আরও পড়ুন: চাকরির প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ, পিতা-ছেলের বিরুদ্ধে মামলা
উল্লেখ্য, মায়ের আগের সংসারের মৃত ছেলের (সৎ ভাইয়ের) রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা নূরজাহান বেগম ও ছেলে হুমায়ুনের মধ্যে বিরোধের জের ধরে হুমায়ুন ও গ্রেফতারকৃতরা মিলে প্রথমে তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরে তার মরদেহকে পাঁচ টুকরো করে বাড়ির পাশে পাওনাদারের ধান ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। গত ৭ অক্টোবর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নুরজাহানের মৃত আবদুল বারেকের স্ত্রী।
সূত্র: ইত্তেফাক
আর/০৮:১৪/২৩ অক্টোবর