অপরাধ
আদালতের পথে পরী-রাজ, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
ঢাকা, ০৫ আগস্ট – পরীমণিকে গ্রেফতার দেখানোর পর তাকে বনানী থানা থেকে আদালতে নেওয়া হচ্ছে। তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ ও তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীকেও আদালতে নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে বনানী থানা থেকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ।
এদিকে আসামীদের জন্য আদালতে অপেক্ষা করছেন আইনজীবী ও সাংবাদিকরা। সেখানে উপস্থিত প্রতিনিধি জানান, আদালত প্রাঙ্গণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৫ আগস্ট ২০২১