অপরাধ
মাদকসহ মা-মেয়ে ও ছেলেকে আটক
দিনাজপুর, ০৫ আগস্ট – দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) নামক এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) এবং ছেলে মোহাব্বত আলী (১৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, মাদক বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালিয়ে ৮৩.০০ গ্রাম হেরোইন ও ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ একই পরিবারের মা, মেয়ে ও ছেলেকে আটক করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ আগস্ট ২০২১