অপরাধ
মডেল পিয়াসার দুই সহযোগী মিশু ও জিসান ১৬ দিনের রিমান্ডে
ঢাকা, ০৫ আগস্ট – রাজধানী থেকে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা চক্রের সদস্য মাসুদুল ইসলাম ওরফে জিসান এবং শরফুল হাসান ওরফে মিশু হাসানকে পৃথক মামলায় মোট ১৬ দিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এর মধ্যে মাসুদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় ৭ দিন এবং শরফুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এর আগে এই দুজনকে ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই দুই আসামিকে হাজির করে ভাটারা থানা-পুলিশ এ রিমান্ড আবেদন করে।
আদালত সূত্রে জানা যায়, মামলাগুলো করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।
সূত্র : সমকাল
এন এইচ, ০৫ আগস্ট