ক্রিকেট

কার্তিকের ধারাভাষ্যের প্রশংসা করলেন শাস্ত্রী

লন্ডন, ০৫ আগস্ট – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে দীনেশ কার্তিকের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিচ্ছেন কেকেআরের এই ক্রিকেটার। তার ধারাভাষ্য শুনে প্রশংসা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী।

খেলা চলাকালীন ডেভিড লয়েডও কার্তিকের প্রশংসা করেন। সেই সময় হাত তুলে লয়েডকে সমর্থন জানান শাস্ত্রী।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন শাস্ত্রী। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগে ধারাভাষ্যকার হিসেবে বেশ জনপ্রিয়ও ছিলেন ৫৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

শাস্ত্রীর ছবি দেখে সমর্থকেরা প্রশংসা করেছেন কার্তিকের। তাদের উত্তরও দিয়েছেন কার্তিক।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button