টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
অস্টিন, ০৫ আগস্ট – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মেক্সিকো সীমান্তের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে এ নিহতের ঘটনা ঘটে।
মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ট্রাকটি অন্তত ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে বহন করছিল, যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের আদৌ কোনো নথিপত্র ছিল না। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, মেক্সিকো সীমান্তের নিকটবর্তী ‘বড় এ দুর্ঘটনার তদন্ত করছেন পুলিশ সদস্যরা।’
স্থানীয় সংবাদ চ্যানেল ভ্যালি সেন্ট্রাল জানায়, বিকেল ৪টার দিকে রাস্তার পাশে একটি খাম্বার সঙ্গে সাদা ট্রাকটির সংঘর্ষ বাধে। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। সীমান্ত থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসতে মানব পাচারকারীরা প্রায়ই অধিক জনবহুল ট্রাক ব্যবহার করে থাকে।
এর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অভিবাসন প্রত্যাশীদের একটি ট্রাকের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় গত মার্চ মাসে এক মানব পাচারকারীকে অভিযুক্ত করে আদালত।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ আগস্ট