ব্যবসা

আজ খোলা থাকছে ব্যাংক, লেনদেন আড়াইটা পর্যন্ত

ঢাকা, ০৫ আগস্ট – করোনাভাইরাস পরিস্থিতির কারণে একদিন বন্ধ থাকার পরে আজ বৃহস্পতিবার ব্যাংক খুলেছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।

তবে অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। গত ২৮ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

এতে বলা হয়েছিল, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button