নোয়াখালী

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ২৩৬

নোয়াখালী, ০৫ আগস্ট – নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯ শতাংশ। এদিন ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং মারা গেছেন পাঁচজন।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১০টায় সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছে।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার আরও জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬, সুবর্ণচরে ছয়, হাতিয়া দুই, বেগমগঞ্জ ৬১, সোনাইমুড়ীতে ১৬, চাটখিল ২৩, সেনবাগে ২৫, কোম্পানীগঞ্জ চার, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৬ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০, সুবর্ণচরে ১৩, হাতিয়া পাঁচ, বেগমগঞ্জ ১২,সোনাইমুড়ীতে দুই, চাটখিল ১৩, সেনবাগ ৯, কোম্পানীগঞ্জ ৯২, কবিরহাটে ৩০জন রয়েছেন।

আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১১৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯১ জন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button