অন্যান্য

টোকিও অলিম্পিক: পদক তালিকায় এগিয়ে যারা

টোকিও, ০৫ আগস্ট – টোকিও অলিম্পিকে পদক জেতায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজ বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র জিতেছে মোট ৭৯টি পদক। এর মধ্যে স্বর্ণপদক ২৫টি। এদিকে, ৩২টি স্বর্ণপদক জেতা চীনের মোট পদক সংখ্যা ৭০।

সর্বাধিক পদজয়ীদের তালিকায় সেরা দশে আছে রাশিয়া (৫৩), গ্রেট ব্রিটেন (৪৮), জাপান (৪০), অস্ট্রেলিয়া (৩৬), জার্মানি (৩৩), ইতালি (৩১), ফ্রান্স (২৫) ও নেদারল্যান্ড (২৩)।

মহামারী করোনাভাইরাসের কারণে কয়েক দফা পেছানোর পর টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত ২৩ জুলাই। এবারের আসরের পর্দা নামবে আগামী ৮ আগস্ট।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৫ আগস্ট

Back to top button