জাতীয়
প্রযোজক নজরুল রাজ আটক
ঢাকা, ০৪ আগস্ট – চিত্রনায়িকা পরীমনির পর রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আটক করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে আটটার দিকে বনানীর ৭ নম্বর সড়কে রাজের বাসায় অভিযান শুরু করে র্যাবের একটি দল।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই রাজকে আটক করেছে র্যাব।
সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ০৪ আগস্ট