জাতীয়

সরকার সরাসরি ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট কিনবে

ঢাকা, ০৪ আগস্ট – কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণে সরকার সরাসরি পদ্ধতিতে ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট কিনতে যাচ্ছে।

আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তবে এই প্রস্তাব সম্পর্ক বিস্তারিত তথ্য আগামী সভার পর বলা হবে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

এদিকে সরকারি ক্রয় কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৭৭ দশমিক ৮৮ মার্কিন ডলার।

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, ৫০০ ডলারের নিচে প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রণোদনা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেয়ার বাজারে প্রণোদনার অর্থ ঢুকছে কিনা সে তথ্য তার কাছে নেই। তবে রেমিট্যান্স আর অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হতে পারে।

তিনি আরও বলেন, জুলাই মাসে রেমিট্যান্স আর রপ্তানি কমায় অর্থনীতিতে কোনো চাপ পড়বে না। এটা সাময়িক বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: ডেইলি স্টার
এম ইউ/০৪ আগস্ট ২০২১

Back to top button