চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১২৮৫

চট্টগ্রাম, ০৪ আগস্ট – চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা এক হাজার পেরুলো। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন।

বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৪৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

তিনি আরও জানান, এদিন মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। যাদের মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলার এবং ৬ জন মহানগরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button