পরীমনির বাসায় র্যাবের অভিযান
ঢাকা, ০৪ আগস্ট – ফেসবুক লাইভে এসে সাহায্য চাইছেন চিত্রনায়িকা পরীমনি। কে বা কারা তার বাসায় ঢুকতে চাইছেন তা নিশ্চিত নন তিনি।
বুধবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে পরীমনির বাসার কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখা গেছে। র্যাবের কয়েকজন সদস্য তার বাসার গেটের সামনে দাড়িয়েছিলেন। এখন তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। বনানীর বাসার গেটে র্যাবের একজন সদস্য উপস্থিত সাংবাদিকদের এই অভিযানের তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেলে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘‘সাদা পোশাকের বেশ কজন ব্যক্তি প্রথমে আমাদের বাসার প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকতে চান। তারা কারা জানতে চাইলে বলেন, ‘আমরা পুলিশ।’ পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলতে বলেন। ভয় পেয়ে বনানী থানায় ফোন করেছি, কিন্তু থানা থেকে কেউ এখনো আসেননি। আমি আমার জীবন নিয়ে খুব শঙ্কিত।’’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ আগস্ট