এশিয়া

ব্যাপক চাপের মুখেও পদত্যাগে অস্বীকৃতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

কুয়ালালামপুর, ০৪ আগস্ট – বিরোধীদের ব্যাপক চাপের মুখেও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তার দাবি, এখনও সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার তার পক্ষে আছেন এবং আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের আস্থা ভোটে তিনি সেটা প্রমাণ করবেন।

বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, পদত্যাগ না করে আগামী মাসে আস্থা ভোটের ব্যাপারে সমর্থন দিয়েছেন রাজা আল-সুলতান আব্দুল্লাহ।

গত বছরের মার্চে রাজনৈতিক কৌশলে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিরোধীদের চাপের মুখে রয়েছেন মুহিদ্দিন। তবে করোনা মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতির নিম্নমুখী প্রবণতা ঠেকাতে রাজার সমর্থনে টিকে যান তিনি। তবে গত সপ্তাহে নতুন করে মুহিদ্দিনের পদত্যাগের জন্য চাপ দিতে থাকে বিরোধীরা। এমনকি রাজাও মুহিদ্দিন সরকারের তীব্র সমালোচনা করেন। কারণ, রাজার অনুমোদন ছাড়াই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছিল সরকার।

মুহিদ্দিনের রাজনৈতিক জোট ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) মুহিদ্দিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। উমনোর দাবি, রাজা নিন্দা জানানোর পর ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন মুহিদ্দিন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button