ফরিদপুর
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু
ফরিদপুর, ০৪ আগস্ট – ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।
বুধবার (৪ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫২ জন ও সুস্থ হয়েছে ৩৩ জন।’
ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪০ দশমিক ৬৪ শতাংশ। বর্তমানে হাসপাতালে ৩৩৮ জন রোগী ভর্তি আছেন।’
জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৩০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। সরকারি হিসেবে জেলায় মৃতের সংখ্যা ৪০৩ জন।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ আগস্ট