চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন করে আরও ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম, ০৪ আগস্ট – চট্টগ্রামে নতুন করে আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যারা বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন বৃদ্ধ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মা ও শিশু হাপাতালের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. রজত শংকর রায় বিশ্বাস।

তিনি বলেন, গত কয়েকদিন আগে নগরের চন্দনপুরা এলাকার ৬৩ বছরের এক বৃদ্ধ এবং হালিশহর এলাকার ২৮ বছর বয়সী এক নারী জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে তাদের রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। এদের মধ্যে ওই নারী সুস্থ আছেন। কিন্তু বৃদ্ধের রক্তের প্লেটলেট কমে যাচ্ছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একমাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৭ জন। মৃত্যু হয়েছে দুজনের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের এইচএসসির ছাত্রী নাফিজা জাহান। অন্যদিকে গত ৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালখানবাজার এলাকার এক গৃহবধূ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button