ক্রিকেট
অষ্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ে স্পিকারের অভিনন্দন
ঢাকা, ০৪ আগস্ট – টি টুয়েন্টি ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় স্পিকার ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধুবাদ জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৭ উইকেটে করা ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে অল-আউট হয় ১০৮ রানে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট