কুষ্টিয়ায় একদিনে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
কুষ্টিয়া, ০৪ আগস্ট – গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ৭ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।
তিনি বলেন, বর্তমানে ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন।
তিনি আরো বলেন, হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৯ টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৭৪ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ১১ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুরে ২১ জন ও খোকসায় ২২ জন রয়েছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট