নরসিংদী

সাঁতরে উত্তাল মেঘনার ৪২ কিলোমিটার পার করে শুভেচ্ছায় ভাসছেন পল্লীচিকিৎসক

নরসিংদী, ০৩ আগস্ট – নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের বাসিন্দা বকুল সিদ্দিকী। পেশায় পল্লীচিকিৎসক। উত্তাল মেঘনা একটানা ৪২ কিলোমিটার সাঁতরে স্থানীয়দের মন কেড়েছেন তিনি।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাত ঘণ্টা সাঁতারে নদী পার হন এই পল্লীচিকিৎসক।

খোঁজ নিয়ে জানা যায়, বকুল সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা চার ঘণ্টা সাঁতরে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এরপর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কারও জিতে নেন তিনি।

এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী হয়ে নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজারঘাট পর্যন্ত ৪২ কিলোমিটার সাঁতরে নদী পার হন। ভোর ৫টায় শুরু হওয়া এ যাত্রা শেষ হয় দুপুর ১২টায়। এর পর স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বকুল সিদ্দিকী বলেন, ‘নদীপথে সাঁতারের আগের সব রেকর্ড ভাঙতে চাই। আগামীতে নদীপথে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার ইচ্ছা রয়েছে। মনের আনন্দেই আমি এই কাজটা করি।’

সূত্র : জাগো নিউজ
এন এ/ ০৩ আগস্ট

Back to top button