রসনা বিলাস

মেজবানি মাংস ঘরেই তৈরি করার দারুণ সহজ রেসিপি!

মেজবানি মাংস চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী খাবার। সত্যি বলতে কী, স্বাদের কারণে যে কোন অঞ্চলের ভোজন রসিকদের কাছেই এর দারুণ সুনাম। মেজবানি মাংসে সাধারণত কোন আলু দেয়া হয় না, কেননা বিশাল ডেক ভরে মাংস রান্না হয় মেজবানিতে। তবে হ্যাঁ, ঘরে অল্প মাংস রান্না করার সময়ে আপনি চাইলেই দিতে পারেন আলু। চলুন, আজ জেনে নিই অল্প মাংস দিয়েও ঘরে সুস্বাদু মেজবানি মাংস রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। ছবি ও রেসিপি জানিয়েছেন সায়মা সুলতানা।

যা লাগবে
১। গরু/ খাসির মাংস ১ কেজি ( কলিজা কয়েক টুকরা দিতে পারেন )
২। পেঁয়াজ কুচি ২ কাপ
৩। পেঁয়াজ বাটা ৩ টেবল চামচ
৪। আদা বাটা ২ টেবিল চামচ
৫। রশুন বাটা দেড় টেবিল চামচ
৬। হলুদ গুঁড়ো ২ চা চামচ
৭। মরিচ গুঁড়ো দেড় চা চামচ
৮। ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ
৯। গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
১০। সরিষা বাটা ১ টেবিল চামচ
১১। জায়ফল বাটা হাফ চা চামচ
১২। পোস্তদানা বাটা ১ চা চামচ
১৩। তেজপাতা ২-৩ টি
১৪। কাচা মরিচ ৭-৮ টি
১৫। লবণ স্বাদমতো
১৬। তেল ১ কাপ ( সরিষার তেল দিয়ে করতে পারেন )
১৭। পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ

আরও ভাজা মশলার জন্য লাগবে ( তাওয়া তে অল্প আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে,খুব বেশি ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যাবে )
১। জিরা ১ টেবিল চামচ
২। এলাচি ৩-৪ টি
৩। দারচিনি ২ টুকরা
৪। জয়েত্রি কয়েক টুকরা
৫। মৌরি ১ চা চামচ
৬। মেথি ১ চা চামচ
৭। তিল ১ চা চামচ
৮। রাঁধুনি আধা চা চামচ
৯। কাবাবচিনি ১ চা চামচ

প্রনালি
১। প্রথমে একটা বাটিতে মাংস এর সাথে ভাজা মশলার অর্ধেকটা আর সাথে পেঁয়াজ ,আদা বাটা, রশুন বাটা ,হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ,ধনিয়া গুঁড়ো ,সরিষা বাটা , পোস্তদানা বাটা , জায়ফল বাটা, তেজপাতা ২-৩ টি, লবণ স্বাদমতো দিয়ে ভালভাবে মেখে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা।
২। এবার হাঁড়িতে তেল দিয়ে পেয়াজ কুঁচি লাল করে বেরেস্তা করে নিন। এতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে কষিয়ে নিন। মাংস কষানো হলে ১ কাপ পরিমাণ গরম পানি দিন।
৩। মাংস সিদ্ধ হয়ে আসলে এতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ আর বাকি অর্ধেকটা ভাজা মসলা দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরও ২০ মিনিট। আলু দিতে চাইলে এখন দিন। তেলে ভেজে নিতে পারেন আলুগুলোকে। তেল উঠে আসলে বুঝবেন মাংস হয়ে গেছে ।

এই মাংস চালের রুটি ,সিদ্ধ চালের ভাত কিনবা পরোটার সাথে দারুণ জমে ।

এম ইউ

Back to top button