ক্রিকেট

ড্রেসিংরুমেও খাবার দিতে অস্ট্রেলিয়ার মানা

ঢাকা, ০৩ আগস্ট – পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অজিদের নানা রকমের শর্ত। একের পর এক শর্ত দিয়েই যাচ্ছে তারা। তাদের সব শর্ত মেনেই সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারীদের বল পরিবর্তনের শর্তের পর এবার নতুন করে আরও একটি শর্ত মানতে হচ্ছে স্বাগতিকদের। ক্রিকেটারদের ড্রেসিংরুমে কোনো খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র পানিই রাখা যাবে সেখানে।

মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে এমন শর্তের কথা জানা যায়। অবশ্য সিরিজ শুরুর আগেই ক্রিকেটারদের জানিয়েছিল, ড্রেসিংরুমে পানি ছাড়া অন্য কোনো কিছু রাখা যাবে না। তবে কোনো ক্রিকেটারের খাবারের প্রয়োজন হলে হোটেল থেকেই প্যাকেট করে নিয়ে যেতে হবে। যদিও দিবারাত্রির ম্যাচগুলিতে মাঠেই ডিনারেই ব্যবস্থা রাখা হতো কিন্তু তা সম্ভব হচ্ছে না।

জৈব সুরক্ষা বলয় নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর বার্তা থাকায় ড্রেসিংরুমে ক্রিকেটার ছাড়া অন্য লোকদের চলাচল সীমিত করতেই এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেই স্টেডিয়ামে প্রবেশ করবেন ক্রিকেটাররা। সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরু হবে। এর আগে হোটেল থেকেই ক্রিকেটাররা খেয়ে আসবেন। অফিসিয়াল টাইম অনুযায়ী, রাত ৯টা ১০মিনিট পর্যন্ত চলবে ম্যাচ।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ আগস্ট

Back to top button