যশোরে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ঢাকা, ০৩ আগস্ট – যশোরে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত সাতজন ও একজনের উপসর্গ ছিল। এ ছাড়া একই সময়ে ১৬৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৬১। জেলায় মোট শনাক্ত হয়েছে ১৯ হাজার ১৪৪ জন, সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০২ জন।
মঙ্গলবার যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জন, জিন এক্সপার্ট মেশিনে সাতজনের নমুনা পরীক্ষায় দুইজন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৯১ ও ইয়েলো জোনে ৩২ জন চিকিৎসা নিচ্ছেন।
সূত্র : যুগান্তর
এন এইচ, ০৩ আগস্ট