ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার উন্নতি, সেরা দশে যারা

চলতি মাসেই দক্ষিণ আমেরিকায় অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের যাত্রা শুরু হয়েছে। নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে ফিফা র‌্যাকিংয়ে উন্নতি হয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির।

নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকার শীর্ষ ৫টি দল অপরিবর্তিতই আছে।যথারীতি র‍্যাংকিংয়ের শীর্ষে আছে ইউরোপিয়ান দেশ বেলজিয়াম। ২-এ আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এরপরই যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। ১ ধাপ এগিয়ে তালিকার ৬-এ উঠে এসেছে স্পেন। ফলে একধাপ পিছিয়ে তালিকার পরের অবস্থানে উরুগুয়ে। আগের অবস্থানেই আছে বাংলাদেশ।

আরও পড়ুন: এল ক্লাসিকোর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বার্সার

বিশ্বকাপ বাছাইয়ে পরপর ২ ম্যাচে জয় পাওয়ার পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসিরা। তালিকার ৮-এ অবস্থান তাদের। এক ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া আছে ৯-এ। আর শীর্ষ দশের সবশেষ দল ল্যাতিন অ্যামেরিকান দেশ কলম্বিয়া। জায়ান্ট দলগুলোর মধ্যে ইতালি আছে র‍্যাংকিংয়ের ১২ নম্বরে, ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে ১৪-তে। এশিয়ার একমাত্র দেশ হিসেবে শীর্ষ ৩০-এ আছে জাপান। তাদের অবস্থান র‍্যাংকিংয়ের ২৭ নম্বরে।দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। আগের ১৮৭তম অবস্থানেই আছে জেমি ডে বাহিনী।

ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশ দল (২২ অক্টোবরের আপডেট)

১- বেলজিয়াম – ১৭৬৫ পয়েন্ট
২- ফ্রান্স – ১৭৫২ পয়েন্ট
৩- ব্রাজিল – ১৭২৫ পয়েন্ট
৪- ইংল্যান্ড – ১৬৬৯ পয়েন্ট
৫- পর্তুগাল – ১৬৬১ পয়েন্ট
৬- স্পেন – ১৬৩৯ পয়েন্ট
৭- উরুগুয়ে – ১৬৩৭ পয়েন্ট
৮- আর্জেন্টিনা – ১৬৩৬ পয়েন্ট
৯- ক্রোয়েশিয়া – ১৬৩৪ পয়েন্ট
১০- কলম্বিয়া – ১৬৩১ পয়েন্ট

সূত্র : বিডিলাইভ২৪
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button