অস্ট্রেলিয়া

লকডাউনে সিডনিতে বেকার আড়াই হাজার বিমানকর্মী

সিডনি, ০৩ আগস্ট – করোনার প্রকোপ বাড়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে কঠোর লকডাউন দেওয়া হয়েছে।

এতে বিমান চলাচল বন্ধ থাকায় অস্ট্রেলিয়ার কানতাস বিমান সংস্থার আড়াই হাজার কর্মী চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। খবর বিবিসির।

তবে কানতাস জানিয়েছে, এসব কর্মীকে আপাতত দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়লে তাদের এ বাধ্যতামূলক ছুটির মেয়াদও বাড়বে।

ছুটিতে পাঠানো এসব বিমানকর্মীর মধ্যে পাইলট, ক্রু ও বিমানবন্দরের কর্মীরা আছেন।

বিমান সংস্থা আরও জানিয়েছে, ছুটিতে পাঠালেও এসব কর্মীকে আগস্টের অর্ধেক বেতন পরিশোধ করবে।

এর পর সরকারের কাছে তারা ভর্তুকির জন্য আবেদন করবেন। সরকার যদি তাদের টাকা দেয়, তা হলে তারা বেতন পেতে পারেন।

করোনার প্রকোপ বাড়ায় জুন থেকে কঠোর লকডাউন দেওয়া হয় সিডনিতে।ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে অস্ট্রেলিয়ায় নতুন করে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ আগস্ট ২০২১

Back to top button