কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৩

কুষ্টিয়া, ০৩ আগস্ট – কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ২৩৩ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪৪ শতাংশ।

আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ২৫৭ জন রোগী ভর্তি আছেন। এছাড়াও জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৭৫ জন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৫ হাজার ১২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৭৬ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এম এউ, ০৩ আগস্ট

Back to top button