উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছে ৫ কোটির বেশি ভোটার

ওয়াশিংটন, ২৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচ কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। শুক্রবার একটি ভোট পর্যবেক্ষক গ্রুপ এ তথ্য জানিয়েছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট পার্টির জো বাইডেন।

আরও পড়ুন: কাল আগাম ভোট দেবেন ট্রাম্প

বার্তা সংস্থা জানিয়েছে, করোনার সংক্রমণের আশঙ্কায় ভোটকেন্দ্রে ভীড় ও দীর্ঘ লাইন এড়াতে ভোটাররা আগাম ভোট দিচ্ছেন। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার আগাম ভোট দেওয়ার হার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডা পরিচালিত মার্কিন নির্বাচন প্রকল্প নামের গ্রুপটি জানিয়েছে, সাড়ে তিন কোটির বেশি মানুষ ডাকের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন। এছাড়া দেড় কোটির বেশি মানুষ তাদের ব্যালট পেপার সরকার নির্ধারিত বাক্সে ফেলেছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button