জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আম উপহার পাঠাল পাকিস্তান

ঢাকা, ০৩ আগস্ট – পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠানো হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন।

হাইকমিশন জানায়, গত বছরের ন্যায় এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠানো হয়েছে।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ আগস্ট

Back to top button