নোয়াখালী

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ২৯৩ জনের করোনা শনাক্ত

নোয়াখালী, ০৩ আগস্ট – নোয়াখালীতে গত একদিনে সর্বোচ্চ ২৯৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৯ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৮ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ। মৃত ওই ব্যক্তি জেলার চাটখিল উপজেলার বাসিন্দা।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত একদিনে জেলায় ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ। গত বছর জেলায় প্রথম রোগী শনাক্তের পর থেকে হিসাব করলে গড় শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে নোয়াখালী সদর উপজেলার ১০৯ জন, সূবর্ণচরের চারজন, হাতিয়ার চারজন, বেগমগঞ্জের ৪৩ জন, সোনাইমুড়ির ২৭ জন, চাটখিলের ২০ জন, সেনবাগের ৪০ জন, কোম্পানীগঞ্জের ৩৫ জন ও কবিরহাটের ১১ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ আগস্ট

Back to top button