জাতীয়
ঢাকার পথে জাপানের প্রায় ৬ লাখ টিকা
ঢাকা, ০২ আগস্ট – জাপান থেকে বাংলাদেশে আসছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার আরো ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। জাপান থেকে টিকার এই তৃতীয় চালান আগামীকাল মঙ্গলবার দেশে এসে পৌঁছাবে।
জাপানের নারিতা বিমানবন্দর থেকে সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টায় অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকা নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল ঢাকায় পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি। তিন চালানে জাপান থেকে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। জাপান কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।
টিকা পাঠানোর সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার জনাব. সৈয়দ নাসির এরশাদ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ আগস্ট ২০২১