জাতীয়

বাংলাদেশে করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯৮৯

ঢাকা, ০২ আগস্ট – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৩৭ জনের। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৬ জন, চট্টগ্রামে ৬৪, রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের। করোনায় মারা গেছেন ২১ হাজার ১৬২ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : আমাদের সময়
এম এউ, ০২ আগস্ট

Back to top button