বার্সেলোনায় দারুণ শুরু ডিপের
ইবিজায় বন্ধু সুয়ারেজ-ফ্যাব্রেগাসদের সঙ্গে নিয়ে ছুটি কাটাচ্ছেন। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি কবে করবেন এখনো ঠিক নেই। তবে বসে নেই নতুন যোগ দেওয়া মেম্ফিস ডিপে, যাবেন যাবেন করে থেকে যাওয়া আন্তোইন গ্রিজমানরা। শনিবার তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছেন। জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে সে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
জিরোনার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নতুন ক্লাবের হয়ে খেলতে নামা ডিপে পেনাল্টি থেকে গোল করেছিলেন। সে ম্যাচে ৪২ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। শনিবার স্টুটগার্টের বিপক্ষে ছিলেন প্রথম একাদশে। ডিপে একটি গোল করেন। প্রাক-প্রস্তুতিতে দুই ম্যাচে ২ গোল করলেন ডিপে। জার্মানির মার্সিডিজ-বেঞ্জ অ্যারেনাতে ম্যাচের ২১ মিনিটে মিডফিল্ড থেকে আরেক ডাচ ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো ক্রস প্রতিপক্ষের ডি বক্সে পা দিয়ে নামিয়ে ডান পায়ের সাইড ভলিতে গোল করেন ইউরো ২০২০-এ দুর্দান্ত খেলা ডিপে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অস্ট্রিয়া থেকে আসা ফরোয়ার্ড ইউসুফ ডেমির। বদলি হিসেবে নামা রিকি পুইগ দলের পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করেন ৭৩ মিনিটে। আগামী বুধবার সালজবুর্গের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর ৮ আগস্ট ক্যাম্প ন্যু-তে জুভেন্তাসের সঙ্গে খেলবে কাতালানরা।
সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ০২ আগস্ট