অন্যান্য

দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে ভারত

টোকিও, ০২ আগস্ট – অলিম্পিকে পুরুষ হকির সবচেয়ে সফল দল ভারত। আটবার অলিম্পিকে স্বর্ণ জিতেছে তারা। কিন্তু ১৯৮০ সালের পর আর অলিম্পিকে পদকের মুখ দেখেনি। পঞ্চম স্থানের উপরে উঠতে পারেনি। দীর্ঘ ৪১ বছর পর সেমিফাইনালে উঠেছে তারা। গতকাল টোকিও অলিম্পিকের শেষ কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারানো ভারত আগামীকাল সেমিতে খেলবে গতবারের রুপা জয়ী বেলজিয়ামের সঙ্গে। কোয়ার্টারে স্পেনকে ৩-১ গোলে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম। অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও জার্মানি।

ব্রিটেনের বিপক্ষে ম্যাচের শুরুর থেকে আক্রমণাত্মক খেলে ভারত। ৭ মিনিটের মাথায় গোল করলেন দলপ্রিত সিং। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ব্যবধান বাড়ান গুরজন্ত সিংহ। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে এক পর্যায়ে পরপর চারটি পেনাল্টি কর্নার পায় ব্রিটেন। যার একটি থেকে ব্যবধান ১-২ গোলে নামিয়ে আনেন করেন স্যাম ওয়ার্ডেন। চতুর্থ কোয়ার্টারে গোল শোধে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু উল্টো ভারতের হার্দিক সিং তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় ভারতের। চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানি ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার থেকে বিদায় করেছে গতবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনাকে। এতে টানা পঞ্চমবারের মতো সেমিফাইনালে উঠল তারা। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের কোয়ার্টার নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে অস্ট্রেলিয়া ৩-০ গোলে জয়ী হয়।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০২ আগস্ট

Back to top button