জাতীয়

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন শুরু: তথ্যমন্ত্রী

ঢাকা, ০২ আগস্ট – তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। তবে, আবেদন আহ্বান করা হয়েছে। প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। আমরা এ মাসের মধ্যেই অনুমোদন দেবো।’

সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে সাংবাদিকদের তিনি এ তথ‌্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে বহু আইপি টিভি চালু আছে এবং বহু আইপি টিভি আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে, এটি কাম্য নয়। সুতরাং যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপি টিভির অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে, তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’

হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টিভির অনুমোদন নেই, জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়। নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। ইত্যোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ আগস্ট

Back to top button