ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে বড় সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

ঢাকা, ০২ আগস্ট – ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বড় সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটাররা মাঠে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারলে সাফল্য আসবে বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।

‘আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি ঘরের মাটিতে শক্তিশালী একটি দল, আমরা চেষ্টা করবো যেন নিজেদের প্রমাণ করতে পারি’- মঙ্গলবার (২ আগস্ট) সিরিজ শুরু উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন মাহমুদউল্লাহ।

মূলত অস্ট্রেলিয়ার দলে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত তারকা ক্রিকেটার না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে এই সিরিজে অজিদের হারানোর বড় সুযোগের কথা জানান টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ার এই দলে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ নেই ইনজুরির কারণে। ডেবিড ওয়ার্নার-গ্ল্যান ম্যাক্সওয়েলের মতো বড় তারকারা নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। ফিঞ্চের পরিবর্তে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি ম্যাচ খেলেছে; বিশ্বকাপে মুখোমুখি হওয়া এই ৪টি ম্যাচেই হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে অজিদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

এই অজি দলে তাদের অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। আপনি র‍্যাংকিংয়ে যতো ওপরের দলই হোক না কেনো; যদি আপনি নিদৃষ্ট দিনে ভালো খেলতে পারেন তাহলে আপনি যে কাউকেই হারাতে পারেন। অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি। একই সময় আমাদেরও কিছু ইম্পরট্যান্ট প্লেয়ার আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাকি ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ আগস্ট

Back to top button