চট্টগ্রামে ২৯ হাজার ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক
চট্টগ্রাম, ২৩ অক্টোবর- চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (২০) নামের একজন ট্রাকের হেলপারকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের তথ্য পেয়ে র্যাব সাতকানিয়া কেরানিহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়।
আরও পড়ুন: চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০০ একর জমি উদ্ধার
এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক চেক পোস্ট অতিক্রম করার সময় র্যাব ট্রাকটিকে থামার সঙ্কেত দেয়। র্যাবের অবস্থান টের পেয়ে ট্রাক থামিয়ে পালিয়ে যায় ট্রাকের চালক। পরে ট্রাকের হেলপারকে আটক করে ট্রাকে তল্লাশি চালানো হয়। সেসময় ট্রাক থেকে ২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ট্রাক হেলপার আবু বক্কর কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগাঁও এলাকার দারা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের চালককেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে র্যাব।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ অক্টোবর