ত্রিপুরা

দুপুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক, বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা

আগরতলা, ০২ আগস্ট – আজ ত্রিপুরায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক ত্রিপুরায় পা রাখতেই উঠতে শুরু করেছে খেলা হবে স্লোগান। আজ দুপুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। এদিকে সূত্রের খবর অভিেষকের হাত থেকে পতাকা নিয়ে আজ বড় যোগদানের সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়।

ত্রিপুরা সফরে অভিষেক
টার্গেট ত্রিপুরা। বাংলার বাইরে তৃণমূলের প্রথম টার্গেট এখন ত্রিপুরা। সেই লক্ষ্যেই এগোচ্ছে শাসক দল। গতকালই ত্রিপুরায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমেই দুপুর সাড়ে বারোটা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে কের পুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন। ত্রিপুরাবাসীর মন জয়ে এবার আর কোনও কসুর করতে চাইছে না তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় ফ্লেক্স ব্যানার
ছেঁড়া অভিষেকের ত্রিপুরায় পা রাখতেই বিজেপির পায়ের তলার মাটি সরতে শুরু করেছে। গতকাল রাত থেকেই কয়েকটি জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোদ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ত্রিপুরায়। বিজেপিই ফ্লেক্স ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।

দলবদলের সম্ভাবনা
এদিকে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বড় দল বদলের সম্ভাবনা রয়েছে। তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি। মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পরেই ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করার দিকে মন দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুকুল ঘনিষ্ঠ একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে সূত্রের খবর। ত্রিপুরায় বিজেপির অন্দরে রীতিমতো অশান্তি শুরু হয়ে গিয়েছে। িদল্লিেত এই নিয়ে ত্রিপুরার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। ঘর বাঁচাতে এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিপ্লব দেব।

আইপ্যাকের কর্মীদের আটক
কয়েকদিন আগেই প্রশান্ত কিশোরের িটম আইপ্যাকের সদস্যদের আটক করে রাখা হয়েছিল ত্রিপুরাতে। প্রায় ২৩ জন সদস্যকে হোেটল বন্দি করে রাখা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে করোনা বিধি লঙ্ঘনের অভিযোদ করেছিল ত্রিপুরার বিজেপি সরকার। এই নিয়ে তুমুল রাজনৈতিক চাপান উতর তৈরি হয়। পরিস্থিতি সমাল দিতে ত্রিপুরায় প্রতিনিধিদল পাঠায় তৃণমূল কংগ্রেস। অনেকটা বাধ্য হয়েই আই প্যাকের ২৩ সদস্যকে মুক্তি দেয় বিপ্লব দেব সরকার। আগর তলায় ব্রাত্য বসু, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদাররাও গিয়েিছলেন। তাঁদের বৈঠকের আগেও ত্রিপুরা পুলিশ তল্লাশি চালিয়েছিল হোটেলে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া
এম ইউ/০২ আগস্ট ২০২১

Back to top button