সংগীত

নেহা-রোহানপ্রীতের হলুদ (দেখুন ছবিতে)

মুম্বাই, ২৩ অক্টোবর- রোকার (বাগদান) মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নেহা কাক্কার ও রোহনপ্রীতের বিয়ের আনুষ্ঠানিকতা।


আজ (২৩ অক্টোবর) প্রকাশ পেয়েছে জনপ্রিয় এই সংগীতশিল্পীর মেহেদী অনুষ্ঠানের ছবি।


এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলুদের ছবি প্রকাশ করলেন ৩২ বছর বয়সী এই গায়িকা।

আরও পড়ুন: আমার ডিকশনারিতে বিয়ে নেই


শেয়ার করা ছবির ক্যাপশনে নেহা লিখেছেন- “নেহু প্রীত কা হলদি সেরেমনি।”


নেহার পাশাপাশি তার হলুদের ছবি শেয়ার করেছেন আলোকচিত্রী বিশাল পাঞ্জাবী। যেখানে হলুদ রঙের সিল্কের শাড়িতে দেখা গেছে নেহাকে।

খোঁপায় লাগিয়েছিলেন সাদা গোলাপ। আর রোহানপ্রীত পরেছিলেন একই রঙের পাঞ্জাবী। মাথায় ছিলো সাদা রঙের পাগড়ি।

আর/০৮:১৪/২৩ অক্টোবর

Back to top button